
বার্তাকন্ঠ ডেস্ক ## গত কয়েক দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একটু একটু কমলেও মৃত্যু এখনো লাগামহীন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার সকালে দেশটির সংবাদমাধ্যম জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লখ ৭৩ হাজার ৭৯০ জন ও মারা গেছেন ৩ হাজার ৬১৭ জন।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ ও প্রাণ হারালেন ৩ লাখ ২২ হাজার ৫১২ জন।
তবে সংক্রমণ কম ও সুস্থ বেশি হওয়ায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা গত দুই সপ্তাহ ধরে কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। এখনো রোগী রয়েছেন ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন।
বলা হচ্ছে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়াতেই ভারতে সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে। এই উন্নতি গত এক দেড় মাসের পরিসংখ্যানের নিরিখে। তবে এখনো যে সংখ্যক সক্রিয় রোগী রয়েছেন, যে সংখ্যক লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, করোনার প্রথম পর্বের সর্বোচ্চ সংখ্যার থেকে তা অনেক বেশি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho