আন্তর্জাতিক ডেস্ক ##
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামে শনাক্ত হওয়া এই হাইব্রিড করোনা খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং এটি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন থান লং এ ব্যাপারে বলেন, গতকাল শনিবার শনাক্ত হওয়া এই ধরন খুবই বিপজ্জনক।
ভাইরাস সবসময় রূপ বদলে ফেলে এবং বেশিরভাগ রূপগুলো অসংলগ্ন হয়। তবে কিছু কিছু ভাইরাস রূপ পাল্টে আরো সংক্রামক হয়ে উঠতে পারে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন পর্যন্ত শত শত বার রূপ বদলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন থান লং এক বৈঠকে বলেছেন, ব্রিটেন এবং ভারতে শনাক্ত হওয়া করোনার দুই ধরনের যৌথ ভার্সন ভিয়েতনামে শনাক্ত হওয়া ধরনটি। আগে শনাক্ত হওয়া ধরনগুলোর চেয়ে এটি বেশি সংক্রামক হওয়ার শঙ্কা রয়েছে। এটি বাতাসেও ছড়াতে পারে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho