
বেনাপোল প্রতিনিধি ## যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ভুক্তভোগি শার্শা থানায় ধর্ষণের মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসরাফিল হোসেন (২৮) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৬)।
পুলিশ জানায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের জালাল উদ্দিন দীর্ঘদিন বসবাস করছেন মালেয়শিয়ায়। বিদেশ থাকায় তার স্ত্রীকে (১৯) কুপ্র¯তাব দিয়ে আসছিলো একই গ্রামের ইসরাফিল । সে কুপ্র¯তাবে রাজি না হওয়ায় শনিবার (২৯ মে) রাত এগারোটার দিকে ইসরাফিল ও তার সহযোগী তুহিন ওই গৃহবধুকে বাড়ি থেকে তুলে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করভ হয়। পরে তাকে ওই বাগানে ফেলে পালিয়ে যায় তারা। ভুক্তভোগি ঐ নারী আজ বিকেলে শার্শা থানায় মামলা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, ধর্ষনের ঘটনায় নির্যাতিত নারী থানায় মামলা করেছেন। রাতে ঐ গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত গৃহবধূকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল সোমবার স্বাস্থ্য পরীার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho