
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো ##
সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
'মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলায় বাড়ে বল; যে মুখে মা ডাকি, সেই মুখে মাদক কে না বলি' -স্লোগানে তৃতীয় দিনের ১ম খেলায় সকালে নির্ধারিত সময়ে লাঙ্গলঝাড়া ১-০ গোলে হেলাতলা কে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের ২য় খেলায় দুপুরে নির্ধারিত সময়ে ড্র থাকায় ট্রাইব্রেকারে জয়নগর ৩-১ গোলে যুগিখালী ইউনিয়ন পরিষদকে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের ৩য় ও শেষ খেলায় বিকেলে কলারোয়া পৌরসভা ১-০ গোলে কয়লা ইউনিয়নকে পরাজিত করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলাগুলো পরিচালনা করেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, সাইদুর রহমান, ইমন হোসেন, রুহুল আমিন ও আবু সাঈদ।
খেলা উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির, ডা. মাহাদী আল মাসুদ, ডা. মাহফুজ ইমরান, আলহাজ আব্দুর রহিম বাবু, কপাই সেক্রেটারি অ্যাডভোকেট শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সেক্রেটারি জাহিদুর রহমান খান চৌধুরী, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও শেখ ইমরান হোসেনসহ অনেকে।
সোমবার একই মাঠে টুর্ণামেন্টের ৪র্থ দিনের খেলায় সকাল ৯টায় ১ম সেমি ফাইনালে মুখোমুখি হবে লাঙ্গলঝাড়া ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ। বেলা ১১টায় ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া পৌরসভা ও জয়নগর ইউনিয়ন পরিষদ।
বিকাল তিনটায় সেমি ফাইনালের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho