
যশোর ব্যুরো ## যশোরের মণিরামপুরের রাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ ও উন্মুক্ত অডিটরিয়াম নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ মে) বিকেলে রাজগঞ্জ বাজারে একাজের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
প্রধান অতিথি স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজগঞ্জ বাজারে এসেছিলেন। তখন তিনি জনতার উদ্দেশে ২০ মিনিট বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্মৃতিস্তম্ভ। সবার দাবি পূরণে তিনি যে স্থানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন সেই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
এ কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, এলজিইডি যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, অ্যাডভোকেট বসির খান, অধ্যক্ষ আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার কওসার আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho