সাতক্ষীরা ব্যুরো ##
এদিকে, সাতক্ষীরায় যেকোনো সময় লকডাউনের ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে। আজ সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে লকডাউন বিষয়ক একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল ও বেসরকারি সিবি হাসপাতালে প্রতিদিন নতুন নতুন করোনা রোগী আসছে। মেডিকেলে পিসিআর ল্যাব রয়েছে। এই ল্যাবে নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করা হচ্ছে।
এ ছাড়া মেডিকেলে করোনা চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আটটি শয্যা রয়েছে। রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। অন্যদিকে, বেসরকারি সিবি হাসপাতালে রয়েছে ছয়টি আইসিইউ শয্যা।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, সাতক্ষীরা মেডিকেলে আইসোলেশন সেন্টারে মোট ৩৫টি শয্যা রয়েছে। এ ছাড়া ৮৮টি জেনারেল বেডে করোনার চিকিৎসা দেয়ার সুযোগ রয়েছে।
এদিকে, সাতক্ষীরায় করোনা চিকিৎসার যে ব্যবস্থা রয়েছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২১০ জন।
সিভিল সার্জন ডা. শাফায়াত জানান, মেডেকেলে চিকিৎসক সংকট রয়েছে। আরো ১৫ থেকে ২০ জন চিকিৎসক থাকলে চিকিৎসাসেবায় সুবিধা হতো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho