
তবে সীমান্তবর্তী জেলা যশোর, নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনায় করোনা সংক্রমণরোধে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশনা দেয়া হয়েছে।
আর বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের কাজে লাগাতে হবে জনগণকে উদ্বুদ্ধ করতে।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় কিছুটা নাজুক অবস্থায় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮ জেলা। এরই মধ্যে ‘বিশেষ লকডাউন’ চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অন্য সাত জেলাতেও লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। এটি পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে।
পরিসংখ্যান বলছে, রাজশাহী জেলায় ৩০ মে শনাক্তের হার ছিলো ৩৩ শতাংশ। নাটোরে ছিলো ৩২ আর নওগাঁয় ছিলো ২৫ শতাংশ। খুলনায় ছিলো ১৫ শতাংশ, কুষ্টিয়ায় ছিলো ২৭ আর যশোরে ২৯ শতাংশ। ২৯ মে সাতক্ষীরায় শনাক্তের হার ছিলো ৩৩ শতাংশ আর চাপাইনবাবগঞ্জে ছিলো ৭৫ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রোধে প্রয়োজন, স্থানীয় পর্যায়ের সব বিশিষ্ট নাগরিকদের কাজে লাগানো।
আর অধিদফতর বলছে, সংক্রমণ যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho