আন্তর্জাতিক ডেস্ক ##
ভুল তথ্য ছড়ানো এবং সাধারণ মানুষের উদ্দেশে ভুল বার্তা দেওয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনকে আইনি নোটিশ পাঠিয়েছে ‘ইন্ডিয়ান বার অ্যাসোসিয়েশন’ (আইবিএ)। সোমবার (৩১ মে) এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, করোনার চিকিৎসায় ‘আইভারমেকটিন’ নামক ওষুধটি ব্যবহার করা যাবে, ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট পেশ করে সম্প্রতি এমনটাই জানিয়েছে ‘ফ্রন্ট লাইন কোভিড-১৯ ক্রিটিক্যাল কেয়ার অ্যালায়েন্স’ এবং ‘ব্রিটিশ আইভারমেকটিন রেকমেন্ডেশন ডেভেলপমেন্ট প্যানেল’। সৌম্যার বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই রিপোর্টকে অগ্রাহ্য করে ‘ভুল তথ্য’ দিয়েছেন এবং মানুষ যাতে ওই ওষুধটি ব্যবহার না করেন, সেই চেষ্টাই করেছেন।
বিবৃতি জারি করে আইবিএ জানিয়েছে, দেশের নাগরিকদের যাতে আর ভুল বার্তা দিতে না পারেন সৌম্যা স্বামীনাথন, তার জন্যই তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। যদিও আইভারমেকটিন ওষুধে ছাড়পত্র দিয়ে আইসিএমআর এবং দিল্লির এমস জানিয়েছে, যাঁদের অল্প উপসর্গ রয়েছে, তাঁদের ওই ওষুধ দেওয়া যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho