
রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সেসময় মন্ত্রী নিজের গাড়ির জানালা খুলে মোবাইল ব্রাউজ করছিলেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ওইদিন সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের মোবাইল ফোন খোয়ানোর বিষয়টি জানানোর কথা সাংবাদিকদের বলেন তিনি।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ জানান, ‘এ বিষয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আবু আজিজ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, খুব শিগগিরই আমরা অপরাধীকে আটক করতে পারব।’
পুলিশ বলছে, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে জানা গেছে, মন্ত্রীর মোবাইলটি এখনো ফার্মগেট এলাকায় রয়েছে। তারা মোবাইলটি উদ্ধারের চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho