
করোনার এই কঠিন সময়ে সাধারণ মানুষের সাহায্যের জন্যে এগিয়ে এসেছেন বহু তারকা। কেউ করোনা আক্রান্তদের মুখে খাবার তুলে দিচ্ছেন, কেউ করোনা রোগীদের জন্যে গড়ে তুলেছেন কোভিড সেফ হোম কেউবা প্রতিনিয়ত খোঁজ দিয়ে যাচ্ছেন হাসপাতালের বেড, অক্সিজেন, ওষুধের কিংবা সাহায্য করছেন চিকিৎসার জন্যে অর্থ সংগ্রহ করতে।
অভিনেত্রী স্বস্তিকা একই ভাবে প্রতিনিয়ত নিজের সোস্যাল মিডিয়ায় খোঁজ দিয়ে যাচ্ছেন হাসপাতালের বেড, অক্সিজেন এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের। একটি হলেও প্রাণ যাতে তিনি বাঁচাতে পারেন, সেই চেষ্টাতেই ব্যাকুল অভিনেত্রী। কিন্তু সেই সাহায্যের জন্যে এগিয়ে এসে তাকে প্রতারণার শিকার হতে হল।
দেবযানী সরকার নামের এক মহিলা মায়ের চিকিৎসার খরচের জন্যে আবেদন জানায় মিলাপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। অর্থ সংগ্রহে তাকে সাহায্য করার জন্যে অভিনেত্রী নিজের সোস্যাল মিডিয়ায় আবেদন পত্রটি পোস্ট করেছিলেন। সেটিকে পিন পোস্ট করে রেখেছিলেন, যাতে সকলের চোখে পড়ে ওই আবেদন। কিন্তু সম্প্রতি অভিনেত্রী জানতে পেরেছেন দেবযানী সরকার নামের ওই মহিলার মা প্রায় সুস্থ। অথচ মায়ের চিকিৎসার জন্যে এখনও তিনি অর্থ সংগ্রহ করে যাচ্ছেন।
এই ঘটনা জানতে পেরেই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে ওই অবেদন পোস্টটির একটি স্ক্রিনশটে লাল কালি দিয়ে ফ্রড লিখে শেয়ার করেছেন। যাতে মানুষ সাবধান হয়। স্ক্রিনশটের সঙ্গে আক্ষেপ করে লিখেছেন, ‘আমি জানিনা আর কাকে সাহায্য করা উচিত’। প্রশাসনকে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে পদক্ষেপ নিতেও অনুরোধ করেছেন স্বস্তিকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho