
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটিতে একদিনে মৃত্যু ৩ হাজার ২০৫ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২২৮ জন। যা আগের দিনের সংক্রমণ এবং মৃত্যুর চেয়ে বেশি।
মে মাসের শেষে এসে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে এনেছিল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। তবে জুনের শুরুতে দেশটিতে আবার আগের মতোই মৃত্যু সংক্রমণ ঊর্ধ্বমুখী। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪৬ জন। আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৮৯৮ জন।
তৃতীয় সর্বোচ্চ মৃত্যু আর্জেন্টিনায় ৬৪০ জন। আক্রান্ত ৩৫ হাজার ৩৫৫ জন। কম্বোডিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৩ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২৬ হাজার।
তবে করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রেই। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৮৩ লাখ ৮ হাজার ৮৮৩ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৩৫ হাজার ১১৪ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন চার লাখ ৬৫ হাজার ৩১২ জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho