
বগুড়ার শিবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফেজিয়া মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাওলানা আবদুর রহমান মিন্টুকে গ্রেফতার করে থানা পুলিশ।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ জানান, অভিযুক্ত মিন্টু শিবগঞ্জের বিহার ইউনিয়নের বাসিন্দা। তিনি পৌর এলাকার বানাইলে হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। ওই মাদরাসার ১২ জন ছাত্রী মিন্টুর বাসার একপাশে হলরুমে থাকত, অন্যপাশে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করত সে।
রোববার (৩০ মে) রাত আড়াইটার দিকে মিন্টু হলরুমে প্রবেশ করে এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং কাউকে বিষয়টি না বলার জন্য হুমকি-ধামকি দেয়। পাশবিকতার শিকার ওই ছাত্রী সোমবার মুঠোফোনে তার পরিবারকে ঘটনা জানালে তারা তাকে বাড়িতে নিয়ে যায়। মঙ্গলবার রাতে ছাত্রীর বাবা শিবগঞ্জ থানায় এসে মাওলানা আবদুর রহমান মিন্টুকে অভিযুক্ত করে মামলা দায়ের করে বলেও জানায় এই কর্মকর্তা।
মামলার পর বুধবার ভোররাতে মাওলানা মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে
আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho