বার্তাকন্ঠ ডেস্ক ## করোনামুক্ত হলেও পরবর্তী শারীরিক জটিলতা ক্রমশ বাড়ছে ভারতের রাজধানী দিল্লির মানুষের মাঝে। এর ফলে দিল্লির হাসাতালগুলোর বহিঃবিভাগে (ওপিডি) প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এনডিটিভি জানায়, প্রতিদিন ওপিডি বিভাগে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন রোগী আসছেন, যারা সদ্য করোনামুক্ত হয়েছেন কিন্তু তাদের প্রত্যেকেরই শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। করোনার সংক্রমণের প্রথম ঢেউয়ে করোনা পরবর্তী নানা শারীরিক জটিলতা দেখা দিলেও তা দ্বিতীয় ঢেউয়ের মতো বড় আকার ধারণ করেনি। চলতি বছরে করোনা পরবর্তী শারীরিক জটিলতার উপসর্গগুলিও যথেষ্ট উদ্বেগজনক যার জেরে সুস্থ হওয়ার পরেও বহু রোগীকে অক্সিজেন সাপোর্টে পর্যন্ত রাখতে হচ্ছে।
অ্যাপোলো হাসপাতলের ডাঃ সুরঞ্জিত চ্যাটার্জী জানিয়েছেন, করোনামুক্ত হয়ে যাওয়ার তিন থেকে চার সপ্তাহ পরেও অনেকের টানা জ্বর থাকছে। মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও ফুসফুসের সংক্রমণ ও নানা ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho