বিনোদন ডেস্ক ##
ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর আলোচিত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’। যেখানে দেখা মেলে, বৌদি নাজেহাল করেন ঠাকুরপোদের। এর আগের দুই সিরিজে উমা ও ঝুমা বৌদি চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।
তবে এবার নতুন সিরিজে ‘মৌ বৌদি’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ। নতুন এই সিরিজের নাম রাখা হয়েছে ‘মৌচাক’।
কলকাতার গণমাধ্যমগুলোর খবর, এই ওয়েব সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ। প্রকাশ্যে এসেছে টিজার-পোস্টার।
এই সিরিজ প্রসঙ্গে কলকাতার আনন্দবাজার পত্রিকাকে মনামী জানিয়েছেন, ‘আমার অভিনয় জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা। এ রকম চরিত্রে দর্শক মনামী ঘোষকে আগে দেখেননি। লটারি, টাকাপয়সা, পাড়াপড়শির ভূমিকা—সব নিয়ে একদম নতুন গল্প। মৌকে কিন্তু সবাই নাম ধরেই ডাকে। এখানে বৌদি ডাকের তত মাহাত্ম্য নেই। সেটা ওয়েব সিরিজ না দেখলে বোঝা যাবে না। স্বাভাবিকভাবে আমরা বৌদি বললেই বুঝি, একটু ন্যাকা, একটু আদুরে। আমার চরিত্রে সেই আবেদন নেই। অনেক সোজাসাপ্টা, কাঠখোট্টা। গল্পে অন্য আমেজ রয়েছে।’
জানা গেছে, ওয়েব সিরিজটি ১৮ জুন প্রচার হবে হইচই প্ল্যাটফর্মে। বাংলা টেলিভিশন জগতে বহু দিন ধরেই কাজ করছেন মনামী ঘোষ। সেই সঙ্গে হয়েছিলেন রিয়েলিটি শোয়ের বিচারকও।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho