
এতে বলা হয়েছে, আগামী সপ্তাহে কিয়েভ সশস্ত্র ও নিরাপত্তা ২০২১ প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানেই এটি প্রদর্শন করা হবে। প্রদর্শনীটি ১৫ থেকে ১৮ জুন চলবে। সেখানেই অ্যাসেলসান এর তৈরি এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি দেশটির সামরিক বাহিনীকে প্রদর্শন করা হবে। ‘করকুট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি একটি নিন্ম উচ্চতার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
এর আগে ২০১৯ সালে তুরস্ক ছয়টি বায়রাক্টর টিবি২ ড্রোন ও তিনটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বিক্রি করেছিল ইউক্রেনের কাছে। এরপরে ২০২০ সালে দেশ দুটির মধ্যে একটি চুক্তি হয়। সে অনুযায়ী টিবি২ ড্রোন কপি করতে পারবে ইউক্রেন।
তুর্কির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তুর্কির সামরিক ড্রোন দিয়ে রাশিয়ার তৈরি প্যান্টসার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সিরিয়ার ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া লিবিয়া ও নাগোরনো-কারাবাখে তুরস্কের ড্রোন সফলভাবে কাজ করেছে। ফলে সেখানে জয় পেয়েছে দেশটির মিত্ররা।
‘করকুট’ সম্পর্কে বলা হয়েছে, আধুনিক যুদ্ধবিমানের হুমকি প্রতিরোধ করতে পারবে এ ক্ষেপণাস্ত্রটি। এর নকশা এমনভাবে করা হয়েছে যে, ভূমি থেকে বিমানবাহী ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে খুবই কার্যকরী। এই ক্ষেপণাস্ত্রটিতে তিনটি ৩৫ এমএম গান সিস্টেম রয়েছে। পাশাপাশি একটি কমান্ড পোস্টও রয়েছে। যেখান থেকে এটি স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho