মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি ##
মৃত শিক্ষকরা হলেন- লালমনিরহাট সদর উপাজেলার চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহঃকারী শিক্ষিকা শ্রীমতি অমিতা দেবী (৪৭) ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপাজেলার ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক মণ্ডল লুলু (৫৬)।উভয় স্কুল শিক্ষকই লালমনিরহাট শহরের সাপ্টানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। তাঁরা করোনা সংক্রমিত হয়ে নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবাস্থায় মারা যান।
জেলা সিভিল সার্জন (সিএস) ডা. শ্রী নির্মলেন্দু রায় জানান, প্রধান শিক্ষক জিয়াউল হক মণ্ডল লুলু সোমবার (৭ জুন) দিবাগত রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবাস্থায় মারা যান। আর অমিতা দেবী মারা যান মঙ্গলবার (৮ জুন) বিকেলে ।তিনি আরো জানান, লালমনিরহাটে গত কয়েক দিন ধরে করোনা সনাক্তের হার দাড়িয়েছে ৩৭ থেকে ৩৮ শতাংশ। যা গত দুই মাসে আগেও ছিল ১০ থেকে ১১ শতাংশ। গতকাল (মঙ্গলবার) ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।তবে, জেলায় ‘করোনা’ সনাক্তের হার দিন দিন বাড়লেও এখন পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্ট ‘সনাক্ত’ হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho