আতাউর রহমান (সাতক্ষীরা)ব্যুরো ##
গত কয়েকদিনেরর রিপোর্টে দেখা গেছে, ৪ বছর বয়স থেকে তরুণ, যুবা, মধ্যবয়সী, প্রৌঢ়-বৃদ্ধসহ সব বয়সী মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছে না ছোট শিশুরাও। ডাক্তাররা বলছেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তা না হলে সংক্রমণ উর্ধ্বমুখী হতে থাকবে।
বুধবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী করোনা শনাক্তকৃত ব্যক্তিরা হলেন: পৌরসভাধীন মুরারিকাটি গ্রামের আবু হাশেম, উপজেলার কয়লা গ্রামের মুজিবুর রহমান, পৌরসভাধীন মির্জাপুর গ্রামের খন্দকার আশরাফ (৫৭), উপজেলার কেঁড়াগাছি গ্রামের মহিনুর জামান(৩৫), ঝাঁপাঘাট গ্রামের ফিরোজা বেগম(৪১), কয়লা গ্রামের জাহানারা(৬১), গোয়ালচাতর (কেঁড়াগাছি) গ্রামের আনোয়ারা খাতুন (৩৫), কয়লা গ্রামের মনিরা(১৫), মৌমিতা(১০), মমতাজ বেগম(৩৩) ও নুরুল আমিন(৭০), পৌরসভাধীন মুরারিকাটি গ্রামের শেখ আবু তাহের(৫৯), লোহাকুড়া গ্রামের নুর রহমান(৩১), রামভদ্রপুর(চন্দনপুর) গ্রামের আব্দুল আহাদ( ৬৮), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পারুল(৫০) ও নজরুল ইসলাম(৩৭), রায়টা গ্রামের বদরুন্নেছা((৫০) ও ইকবাল হোসেন, পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের ইফতেখার আলম(৩৫), নাসরিন খাতুন(২৪) ও অর্তশা আলম (৪)। এরা একই বাড়ির সদস্য।উপজেলার ছলিমপুর গ্রামের বিল্লাল(৪৫), পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের আব্দুর অহেদ(৬১), উপজেলার কুশোডাঙ্গা গ্রামের রুম্পা(২৫) ও জাহানারা(৪০), সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের আসাদুল(৪২), তালা উপজেলার শামীম(২৪), পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের আকিমুল ইসলাম (১৫), উপজেলার রায়টা গ্রামের মুনসুর আলি(৪৬), উপজেলার কয়লা গ্রামের হালিমা, ওফাপুর গ্রামের অদুদ গাজী(৬৫) ও বলিয়ানপুর গ্রামের আলাউদ্দিন(২৯)।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho