প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ১:৫৪ পি.এম
ভারত থেকে অবৈধভাবে প্রবেশ, সাতক্ষীরায় ১৩ দিনে আটক ৪৮

সাতক্ষীরা ব্যুরো ##
করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধ পথে প্রবেশের সময় এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সদর উপজেলার ভোমরা, তলুইগাছা ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে গত ১৩ দিনে তিন মানবপাচারকারীসহ ৪৮ জনকে আটক করেছে বিজিবি। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে মানুষ দেশে প্রবেশ করায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণের আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মাঝে।
আটক ব্যক্তিরা হলেন– কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মানবপাচারকারী মোফাজ্জেল (৩৫), মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট গ্রামের সাজিদ (৪৫), নড়াইল জেলার কালিয়া থানার আব্দুল্লাহ (২৮), যশোর জেলার মনিরামপুর থানার আয়রা বেগম (৫৫), পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মঞ্জুর খান (২৮), নড়াইল জেলার কালিয়া থানার কলসি গ্রামের রুহুল কাজী (৬৩) ও লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের রহিমা বেগম (৪৫)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ওই ভাইরাস বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন জেলার সাতটি সীমান্ত এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এরই অংশ হিসেবে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় রাতে এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। কোয়ারেন্টিন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho