
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো ## সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও করোনা উপসর্গ নিয়ে আরো ৫ জন মারা গেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১১১ জন।
এ নিয়ে করোনা উপসর্গে মোট ২৪৪ জনের মৃত্যু হয়েছে। আর করোনা পজিটিভ রোগী মারা গেছে ৫০ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরোদ ই খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে ৪০ জন নতুন রোগীসহ ১৩৬ জন ভর্তি হয়েছে। বর্তমানে ১৩৫টি করোনা বেড প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়ায় আরো ১৫টি বেড বাড়ানো হবে।
জানা গেছে, ২১১ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১২৪ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৫ জন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা পুলিশের সুপার মোস্তাফিজুর রহমান জানান, বিনা প্রয়োজনে যারা বাইরে আসবে, তাদের আটক করাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho