প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২১, ৮:৪৩ পি.এম
কলারোয়ায় করোনায় আক্রান্ত হলেন আওয়ামীলীগ সভাপতি ও তার সহধর্মিনী

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো ##
করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা গ্রহনের পরও করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপেজলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও তার সহধর্মিনী উপেজলা মহিলা আ.লীগ সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না।
শনিবার (১২ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন কিটসে পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। তারাসহ একই দিন ৩০জনের করোনার নমুনা এন্টিজেন কিটসে পরীক্ষায় ১০ জনের শনাক্ত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, ‘এন্টিজেন কিটসে প্রাথমিকভাবে করোনা পিজিটিভ হয়েছে। তাদের সংগৃহীত নমুনা পিসিরআর ল্যাবে পাঠানো হয়েছে।’
আ.লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন ও তার স্ত্রী মহিলা আ.লীগ নেতা সুরাইয়া ইয়াসমিন রত্না নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, ‘শনিবার মিসেস রত্না শরীরে তাপমাত্রা বৃদ্ধি (জ্বর) অনুভব করায় চিকিৎসকের পরামর্শে কলারোয়া হাসপাতালে এন্টিজেন কিটসে পরীক্ষা করলে তাৎক্ষনিক ফলাফলে তার করোনা ভাইরাসের উপস্থিতির প্রমান পাওয়া যায়। বিষয়টি জানার পর তার স্বামী আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনও একই পরীক্ষা করালে তারও করোনা শনাক্ত হয়েছে। যদিও তার অসুস্থতা কিংবা কোন উপসর্গ নেই।’
ইতোপূর্বে উপজেলায় করোনা পজিটিভ শনাক্তকারী মানুষের পাশে থেকে তারা দু’জনই সহযোগীতাসহ মানসিক শক্তি জুগিয়েছেন। আক্রান্ত রাজনৈতিক এই ব্যক্তিদ্বয় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম সকলকে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho