প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ১২:৫৯ পি.এম
কাশ্মিরে সংঘর্ষে পুলিশসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক ##
ভারতের কেন্দ্রশাসিত কাশ্মিরের সোপর শহরে পুলিশ এবং বিদ্রোহীদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত দুই পুলিশ সদস্য এবং দুই বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। কাশ্মির কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে দ্য ডন।
এদিকে, উত্তর-পশিমাঞ্চলীয় জেলা বারমুল্লায় বেসামরিক নাগরিকদের জানাযার পর ভারতের কেন্দ্রশাসনবিরোধী সমাবেশ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন, বিদ্রোহীরা পালিয়ে যাওয়ার পর পুলিশের গুলিতে অন্তত একজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
এ ব্যাপারে কাশ্মিরে পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং দ্য ডনকে জানিয়েছেন, সোপর শহরে করোনা সংক্রমণ মোকাবিলায় আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের সময় পুলিশের একটি দলকে লক্ষ্য করে বিদ্রোহীরা গুলি বর্ষণ শুরু করে। পরে, পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় দুই পুলিশ এবং দুই বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।
প্রসঙ্গত, কাশ্মিরের স্বাধীনতার দাবিতে ১৯৮৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। এদের দমনে প্রায়ই অভিযান চালিয়ে থাকে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে এদের মদত দেওয়ার অভিযোগ করে থাকে দিল্লি। যদিও শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho