
শহীদ জয়, যশোর ব্যুরো ##যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিপুলের বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে বিপুলের নিজবাড়ি পুরাতন কসবা ঘোষপাড়াতে । তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্শন করেছে। এসময় তারা বিস্ফোরিত ককটেলের সরজ্ঞাম উদ্ধার করে।
আনোয়ার হোসেন বিপুলের ভাই কামাল হোসেন পলাশ জানান, তার বাবা ও মা খুবই অসুস্থ্য। রাতে বাবা মায়ের কাছেই ছিলেন। রাত দেড়টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। তারা ধারণা করেন হয়তো কোনো গাড়ির চাকা পামচার হয়েছে। বাবা মাকে নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি সেসময় তারা গুরুত্ব দেননি। পরে সকালে তিনি বাবা মাকে নিয়ে হাসপাতালে চলে যান। অন্যদিকে তার স্ত্রী ও ছোট ভায়ের স্ত্রী বাড়ির আঙ্গিনায় ফুল গাছে পানি দিতে যেয়ে দেখেন জালের কাঠি, জর্দার কৌটা ।
পরে সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক রাতে টালিখোলা রোডের দিকে থেকে এক যুবক মুখবাধা অবস্থায় এসে গেটের সামনে থেকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সকালে পুলিশকে জানালে ঘটনাস্থল পরির্শন করে। বিষয়টি নিয়ে তিনি দুঃখঃ প্রকাশ করেন।
আনোয়ার হোসেন বিপুলের ধারণা, তার রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তিনি এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আকিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে কিছু আলামত উদ্ধার করেছেন তারা। একই সাথে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। অপরাধীকে সনাক্তকরার চেষ্টা চলছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho