
আন্তর্জাতিক ডেস্ক ।। ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় আবারও বিপুল সংখ্যক বাংলাদেশিসহ ২৬৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ২৬৪ জন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। বাকিরা মিসরীয়। তারা লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপ যাওয়া চেষ্টা করছিলেন।
আল আরাবিয়া ইংলিশ এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে উদ্ধার করা হয়। তিউনিসিয়ার কোস্টগার্ড সূত্রে খবরে জানানো হয়, অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে অভিবাসন প্রত্যাশীরা সাগরে ভাসছিলেন। পরে নৌবাহিনীর সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন গুয়ের্দেন বন্দরে নেয়া হয়। বন্দরটি লিবিয়া সীমান্তের পাশে অবস্থিত। সেখান থেকে উদ্ধারকৃত অভিবাসীদের আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় উদ্ধারকৃতদের তিউনিসিয়ার জেরবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে গত ১৮ মে ভূ-মধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। তিউনিসিয়ার দক্ষিণ উপকূলে একটি তেল প্ল্যাটফর্মের সঙ্গে লেগে থাকা একটি ধ্বংসাবশেষ জাহাজ আঁকড়ে ধরে উদ্ধারকৃতরা বেঁচে ছিলেন।
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত কমপক্ষে ৭৬০ জন অভিবাসী মারা গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। গতবছর এই সংখ্যাটি ছিল এক হাজার ৪০০ জন। এদিকে অভিবাসীদের আশ্রয় দিতে দিতে তিউনেসিয়ায় তৈরি করা কেন্দ্রগুলো এখন পূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho