
রেজা সেলিম ।। বেনাপোল পোর্ট থানার আওতাধীন গাতীপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারিতে ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকালে গাতীপাড়া গ্রামের মাঠে ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন, জামাল (৪৫), ঝনটু (২৫), রায়হান (২০), রাইটার (৫০), শাহজাহান ফকির (৪৮), শুভ আহমেদ (১৮) ও জুয়েল (২১) উভয়ের গ্রামের বাড়ি গাতীপাড়ায়।
দুই গ্রুপের খেলায় ও মারামারিতে নেতৃত্ব দিয়েছেন নাজমুল ও মন্টু মিয়া বলে জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এলাকা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ জানান, গাতীপাড়া গ্রামের ফুটবল খেলা নিয়ে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছিলো। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho