প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ৯:২৭ পি.এম
মা হারা ৫ম শ্রেণির ছাত্রী মিতুর বাঁচার আকুতি !!

মোস্তাফিজুর রহমান , লালমনিরহাট ।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের মলিন হোসেনের মেয়ে মিতু। শিশুটির হার্টে দুটো ফুটো আছে বলে জানান তার চিকিৎসক। সে পূর্ব ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
মিতু জন্মের এক বছর পর মা হারা হন বাবা আর একজনকে বিয়ে করে থাকেন অন্যখানে। মেয়েটি থাকেন দাদার বাড়িতে। দাদা দাদী তাকে দেখভাল করছেন। মেয়েটির দাদা বাচ্চু মিয়া বলেন, গত ৬ বছর আগে মিতুর কাশির সঙ্গে মুখ দিয়ে রক্ত বের হতে দেখে চিকিৎসকের স্বরন্নাপন্ন হয়েছি। চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে জানান, মিতুর হার্টে ২টি ফুটো দেখা দিয়েছে।
জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন। তিনি আরো জানান, অপারেশন করতে ৩/৪ লাখ টাকা প্রয়োজন। অপারশনের সামথ্য না থাকায় ৪ বছর ধরে ধার দেনা করে প্রাথমিক চিকিৎসা চালিয়ে আসছি। জরুরি ভিত্তিতে মিতুর অপারেশন প্রয়োজন। আমি নিজেই ভ্যান চালিয়ে অতি কষ্টে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তার উপর নাতনির অপারেশনের অর্থ জোগাড় আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছে।
আমার ফুটফুটে নাতনী মিতুর চিকিৎসার জন্য সাহায্য আর আল্লাহ্র নিকট তার সুস্থতা কামনা করছি।মিতুর স্কুল প্রধান শিক্ষক রোকনুজ্জামান লাভলু বলেন, স্কুলের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মিতুর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও বিবেকবানরা এগিয়ে আসলে হয়তোবা মেয়েটি সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন যাপন করবে।
মিতুর চিকিৎসক ডা: আব্দুল্লাহ আল-মাহমুদ বলেন, মিতুর একমাসের মধ্যে অপারেশন না করালে হয়তোবা তাকে বাঁচানো সম্ভব হবে না। সাহায্য পাঠানোর ঠিকানা- মোছা: ময়না খাতুন, হিসাব নং-৪৪২৪০১০০১২৪১৫ , রুপালী ব্যাংক লিমিটেড, বড়খাতা শাখা, যোগাযোগ ও বিকাশ একাউন্ট নন্বর: ০১৭৩০৯৭১৬৯৫ ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho