
বার্তাকন্ঠ ডেস্ক॥ প্রেমিক রহমান শোলের সঙ্গে বেশ সুন্দর সময় পার করছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এরই মধ্যে তাদের প্রেম বেশ চর্চিত হয়েছে। সুস্মিতা ও রহমান এরই মধ্যে কয়েকবার একসঙ্গে ছুটি কাটিয়েছেন দেশ-বিদেশের একাধিক স্পটে।
শুধু তাই নয়, একসঙ্গে থাকছেনও তারা। সুস্মিতার পাশাপাশি তার দত্তক নেয়া সন্তানদেরও আপন করে নিয়েছেন রহমান। জিম, সুইমিং, সাইক্লিং থেকে শুরু করে সবকিছুই একসঙ্গে করতে ভালোবাসেন এই প্রেমিক যুগল। তবে সম্পর্কটাকে পাকাপোক্ত করার জন্য বিয়ে জরুরি নয় বলেও মনে করেন সুস্মিতা। তিনি বলেন, আমার ও রহমানের কাছে বিয়েটা জরুরি নয়।
জরুরি একজন আরেকজনকে বিশ্বাস করা। আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না। দুজন দুজনের আনন্দে হাসি ও দুঃখে কষ্ট পাই। এটাই কি বেশি নয় একটা সম্পর্ক টিকিয়ে রাখতে। বিয়ে তো যেকোনো সময়ই করা যায়। কিন্তু আমি বলতে চাই বিয়ে ছাড়াও ভালোবাসার মানুষ একে অপরের হাত ধরে থাকতে পারে। একে অপরের হয়ে থাকতে হলে বিয়ে গুরুত্বপূর্ণ নয়। সে কারণেই এখনই আমরা বিয়ের সিদ্ধান্ত নেইনি। এ বিষয়ে চিন্তাই আসেনি আমাদের। তবে আমরা করোনা-পরবর্তী সময়ে ইচ্ছে হলে বিয়ে করবো, অথবা সারা জীবনই এভাবেই থেকে যাবো। যার জীবন সিদ্ধান্তও তার। চাপিয়ে দেয়া কোনো কিছুতে আমি বিশ্বাসী নই।
এদিকে সুস্মিতার ক’দিন আগেই ওয়েব প্ল্যাটফরমে অভিষেক হয়েছে। ‘আরইয়া’ শীর্ষক এ ওয়েব সিরিজে তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় সিজনের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এ তারকা। সুস্মিতা বলেন, আমি মনে করি ওয়েব প্ল্যাটফরমে যেসব কনটেন্ট ছাড়া হয় সেগুলো নির্মাতারা নিজের পূর্ণ মেধা দিয়ে বানাতে পারেন। সেই সুযোগ এখানে রয়েছে। গল্পকে প্রাধান্য দেয়া যায় এখানে। তাই আমি আরো বেশি আগ্রহী হয়ে উঠছি ওয়েব প্ল্যাটফরম নিয়ে। দ্রুতই ‘আরইয়া’র দ্বিতীয় মৌসুমের কাজ শুরু করবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho