
স্পোর্টস ডেস্ক।। ভারত থেকে যে টি-২০ বিশ্বকাপ সরে যাচ্ছে, সেটা আগেই জানা গিয়েছিল। এবার টি-২০ বিশ্বকাপের বিকল্প কেন্দ্র জানা গেল। এ বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে এই প্রতিযোগিতা। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ।
ভারতে করোনার দ্বিতীয় ধাক্কার রেশ কিছুটা কমলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে। কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ডেল্টা সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে সমস্যা ছিল। সেই কারণেই এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল।
আইসিসি-র কার্যনির্বাহী সিইও জেফ অ্যালার্ডিস জানিয়েছেন, ‘আমরা সুরক্ষিতভাবে, নির্দিষ্ট সময়ে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চাই। মাঝপথে যেন প্রতিযোগিতা বন্ধ না হয়ে যায়, সেটা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য। ভারতে এই প্রতিযোগিতা আয়োজন করতে না পেরে আমরা অসম্ভব হতাশ। আমরা এমন একটি দেশে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই, যেখানে জৈব-সুরক্ষিত পরিবেশে বহুদেশীয় প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব। সংযুক্ত আরব আমিরশাহিতে এর আগে বহুদেশীয় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেই কারণেই টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য আমিরশাহি, ওমানকে বেছে নেওয়া হয়েছে।’
আইসিসি-র কার্যনির্বাহী সিইও আরও জানিয়েছেন, ‘ক্রিকেটপ্রেমীরা যাতে খেলা উপভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য আমরা বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড এবং ওমান ক্রিকেটের সঙ্গে কাজ করব। এই প্রথম ওমানে এই ধরনের বড়মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে।’
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে টি-২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের দিকে তাকিয়ে আছে। ভারতেই এই প্রতিযোগিতা আয়োজন করতে পারলে আমরা আরও খুশি হতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অনিশ্চয়তা থাকায় এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের গুরুত্বের কথা মাথায় রেখে আমিরশাহি এবং ওমানে এই প্রতিযোগিতা আয়োজন করবে বিসিসিআই।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho