
স্পোর্টস রিপোর্টার।।কুইয়াবার অ্যারেনা পানতানালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আগামী ৪ জুলাই (রোববার) চতুর্থ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।তবে তিন দিন আগেই নিজেদের একাদশ চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কলানি। লিওনেল মেসির নেতৃত্বে একাদশে শেষ দুই ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
আর্জেন্টাইন গণমাধ্যম সূত্রে খবর, চোট থেকে সেরে উঠছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। তিনি ফিরছেন একাদশে। তার ফেরাতে আবারও বেঞ্চে ফিরবেন ডিফেন্ডার হেরমান পেজ্জেলা। গোলরক্ষক হিসেবে ফ্রাঙ্কো আরমানির বদলে এমি মার্টিনেজে ভরসা স্কলানির।
লেফটব্যাক পজিশনে শেষ ম্যাচে খেলেছেন মার্কোস আকুনইয়া। এবার তাকে বিশ্রাম দিয়ে নেওয়া হবে নিকলাস টালিয়াফিকোকে।
তবে মাঝমাঠ নিয়ে দোটানায় ভুগছেন কোচ স্ক্যালোনি। গিদো রদ্রিগেজ নাকি লিয়ান্দ্রো পারেদেস, এ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।
আক্রমণভাগেও পরিবর্তন আসছে। সার্জিও আগুয়েরোর জায়গায় ফিরতে পারেন আগের ম্যাচে গোল করা লাওতারো মার্টিনেজ। এ ম্যাচেও ডি মারিয়াকে দেখা যাবে না। তবে দলে ফিরতে পারেন নিকো গঞ্জালেজ। তবে পাপু গোমেজকেও দেখা যেতে পারে একাদশে।
একনজরে ইকুয়েডরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
এমি মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ানো রোমেরো/জার্মান পেজ্জেল্লা, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া/ নিকোলাস টালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, লো চেলসো, লেওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, নিকো/পাপু গোমেজ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho