
বার্তাকন্ঠ ডেস্ক ।।বর্ষাকালে জামাকাপড়ে দুর্গন্ধের সমস্যা নতুন কিছু নয়। আমরা প্রত্যেকেই এই সমস্যায় মুখোমুখি হয়েছি। এই সময় পোশাক থেকে স্যাঁতস্যাঁতে ভাব এবং দুর্গন্ধ যেন যেতেই চায় না। কিন্তু ময়লা পোশাক ব্যবহারে ত্বকের নানান সমস্যা দেখা দিতে পারে, তাই জামাকাপড় না কেচেও থাকা যায় না।
আর যতই চেষ্টা করা হোক না কেন, বর্ষার মরশুমে কাপড়ে এক ধরনের ভেজাভাব ও গন্ধ থেকেই যায়। তাই আজ আমরা আপনাদের জন্য এই সমস্যা সমাধানের কিছু উপায় নিয়ে এসেছি। এই আর্টিকেলে এমন কিছু টিপস দেওয়া হল, যেগুলি প্রয়োগ করে বর্ষাকালে জামাকাপড়ের ভেজাভাব ও দুর্গন্ধ দূর করতে পারেন।
তাহলে দেখে নিন টিপসগুলি - ১) লেবু জামাকাপড়ের দুর্গন্ধ দূর করতে লেবু খুব কার্যকরি। লেবুর মধ্যে থাকা অ্যাসিড কাপড়ের দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে। তাই লেবু বা গোলাপের সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে ভাল। একা থেকেও হাসি-খুশি থাকবেন কীভাবে? জেনে নিন সুখী থাকার ৯টি সহজ উপায় ২) জামাকাপড় জলে ভিজিয়ে রাখুন বর্ষার সময় ঘামে ভেজা জামা কাচার আগে কিছুক্ষণ জলে এমনি ভিজিয়ে রাখুন। এরপর জীবাণুনাশক দিয়ে কাপড় ধুয়ে শুকোতে দিন। ৩) চক বা সিলিকন পাউচ চক বা সিলিকন পাউচ জামাকাপড়ের দুর্গন্ধ দূর করে। তাই আলমারি বা ওয়ারড্রবে জামাকাপড় রাখার সময় চক বা সিলিকনের পাউচ রেখে দিতে পারেন।
৪) ভিনেগার বা বেকিং সোডা ফাঙ্গাস ও দুর্গন্ধ দূর করতে ভিনেগার বা বেকিং সোডা বেশ কার্যকর। তাই ডিটারজেন্টের সঙ্গে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে জামাকাপড় কাচতে পারেন। ৫) এক জায়গায় ময়লা জামাকাপড় জটলা করে রাখবেন না অনেকেই ময়লা জামাকাপড় কাচার জন্য একসঙ্গে এক জায়গায় জড়ো করে রেখে দেন। কিন্তু এভাবে রাখলে বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জামাকাপড়ের দুর্গন্ধ আরও বেড়ে যায়। তাই ময়লা কাপড় সব এক জায়গায় জটলা করে না রেখে, আলাদা আলাদা করে ঝুলিয়ে রাখা ভাল।
৬) পোশাক হাওয়ায় শুকোতে পারেন যতটা সম্ভব রোদে জামাকাপড় শুকানোর চেষ্টা করুন। বর্ষাকালে রোদ্দুর খুব কমই পাওয়া যায়, কিন্তু যখনই একটু রোদ উঠবে তখনই স্যাঁতস্যাতে জামাগুলো রোদে দিয়ে দিন। আর রোদ না পেলে, ঘরের জানালার কাছাকাছি এবং পাখার নীচে কাপড় ঝুলিয়ে বাতাসে শুকোতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho