
বিনোদন ডেস্ক ।। ২০২১-এর ইনস্টাগ্রাম রিচলিস্টের ২৭তম স্থানে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। হপারের প্রকাশিত এই তথ্য থেকেই জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য তিনি ৪০৩,০০০ ডলার (প্রায় ৩ কোটি টাকা) নিচ্ছেন।
ছবি এবং ভিডিও শেয়ারের জন্য ইনস্টাগ্রাম একটি বিশাল প্ল্যাটফর্ম, যা প্রত্যেকের জন্যই উন্মুক্ত। সেলিব্রিটিরা প্রায়শই এই প্ল্যাটফর্মটিকে নিজের অনুরাগীদের সঙ্গে কথা বলতে এবং তাঁদের কাজের প্রচারের জন্য ব্যবহার করেন। তাঁরা কোনো ব্র্যান্ডের হয়ে প্রমোশনের কাজটিও করে থাকেন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। এ ধরনের প্রচারমূলক পোস্টের জন্য কোন সেলিব্রিটি কত টাকা নেন, তার ভিত্তিতেই এই তালিকা তৈরি করেছে হপার নামে এক সংস্থা।
অন্য দিকে, তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো (প্রায় ১১.৯ কোটি) এবং পরের স্থানটিতে ডয়েন জনসন (১১.৩ কোটি)। তবে সবার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) তফাত একটাই, গত বছরে তাঁর ইনস্টাগ্রাম থেকে আয় অন্যদের তুলনায় সব থেকে বেশি হারে বেড়েছে।
শেষ বছর এই তালিকার ১৯তম স্থানে ছিলেন প্রিয়ঙ্কা, বর্তমানে নিজের পরিবারের সঙ্গে নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন তিনি। এ বারের তালিকায় ২৭তম স্থান পেলেও তাঁর উপার্জন বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। গত বছরের তালিকায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) নাম ছিল ২৩ নম্বরে। এবার তিনি উঠে এসেছেন ১৯-এ।
প্রসঙ্গত, প্রিয়ঙ্কার হাতে এখন কাজ রয়েছে বেশ কয়েকটা। এর মধ্যে রয়েছে গোয়েন্দা সিরিজ ‘সিটাডেল’, ‘টেক্সট ফর ইউ’, ‘ম্যাট্রিক্স ৪’। এ ছাড়া মিন্ড কলিংয়ের সঙ্গে তাঁকে একটা ভারতীয় ওয়েডিং কমেডিতেও দেখা যাবে। কয়েক দিন আগেই নিউ ইয়র্কে সদ্য খোলা রেস্তোঁরা ‘সোনা’-য় এসে বেশ কিছু ছবির ঝলক শোস্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho