প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২১, ৯:৪৬ পি.এম
পশ্চিমবঙ্গের ক্রমশ জোরালো হচ্ছে নিম্মচাপ,রেড এলার্ট

আন্তর্জাতিক ডেস্ক।। পশ্চিমবঙ্গের ক্রমশ জোরালো হচ্ছে নিম্মচাপ। শুক্রবার (২ জুন) শহর কলকাতায় রোদ বৃষ্টির খেলা চললেও প্রবল বর্ষণের শঙ্কা রয়েছে রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলোতে।
আবহাওয়া দফতর জানিয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
পাশাপাশি উত্তরবঙ্গে কয়েকটি জেলায় অতিভারীর বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মাত্রাতিরিক্তভাবে বৃষ্টি হবে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতিভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে।
বৃষ্টির প্রভাব পড়বে মুর্শিদাবাদ, মালদা, বীরভূমের মত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও। এসব জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।
এদিন কলকাতায় ভারী বৃষ্টি না হলেও শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪ জুলাই থেকে বৃষ্টি বাড়বে শহর কলকাতায়। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে শহর ও শহরতলিতে।
শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ দশমিক ৬ ডিগ্রির আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৭৭ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho