
স্পোর্টস ডেস্ক ।। করোনার সময়ে মাঠে খেলা রাখা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ রাগবি ফেডারেশনে আয়োজন করেছিল করোনা কাপ রাগবি প্রতিযোগিতা।
শুধু খেলা আয়োজনই নয়, করোনা মোকাবিলা ও করোনার বিরুদ্ধে মানুষের সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশের নতুন এই ফেডারেশনটি।
গত বছর করোনার সময় বাংলাদেশ রাগবি ফেডারেশন মাস্ক ও ত্রাণ বিতরণ, কোর্স পরিচালনা এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করেছে।
করোনা সচেতনতা ও খেলা চালিয়ে বাংলাদেশ রাগবি ফেডারেশন প্রশংসিত হয়েছে এশিয়া রাগবি থেকে। ৩৪ দেশের মধ্যে কার্যক্রম বিবেচনায় এশিয়া রাগবি চারটি দেশকে পুরস্কারের জন্য মনোনীতও করেছে। তার মধ্যে আছে বাংলাদেশ।
করোনার বিপক্ষে বিশেষ কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এশিয়া রাগবি থেকে বিশেষ পুরস্কারে মনোনীত হয়েছে বাংলাদেশ। অন্য তিন দেশ হচ্ছে-ইরান, লেবানন ও শ্রীলঙ্কা।
২৮ জুন অনুষ্ঠিত এশিয়া রাগবি কাউন্সিল অধিবেশনে এই ঘোষণা করা হয়েছে। অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho