
আন্তর্জাতিক ডেস্ক।। পরনে পুরোপুরি সামরিক পোশাক। পায়ে উঁচু হিল জুতা। এভাবেই কুচকাওয়াজ করছেন একদল নারী সৈনিক।
আগামী মাসে অনুষ্ঠিতব্য ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটির সেনাবাহিনী কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার সেই প্রস্তুতিরই কিছু ছবি প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কয়েকটি ছবিতে নারী সেনাদের কালো হিল পায়ে দিয়ে কুচকাওয়াজ করতে দেখা গেছে।
এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট আর্মিয়াইনফর্মে ক্যাডেট ইভানা মেদভিদের উদ্ধৃতি দিয়ে লিখেছে, প্রথমবার হিল জুতা পরে প্রশিক্ষণ হচ্ছে। সাধারণ সামরিক বুট জুতার তুলনায় হিল পরে কুচকাওয়াজ করা একটু কঠিন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।
এদিকে নারী সেনাদের হিল পরিয়ে কুচকাওয়াজের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল থেকে শুরু করে দেশটির বিভিন্ন পর্যায়ের মানুষ।
ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর ঘনিষ্ঠ কয়েকজন সংসদ সদস্য এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা নারী সেনারা সে ধরনের জুতা পরে কুচকাওয়াজে অংশ নিয়েছেন সে রকম জুতা পার্লামেন্টে নিয়ে আসেন এবং প্রতিরক্ষামন্ত্রীকে হাই হিল পরে কুচকাওয়াজে অংশ নেওয়ার ব্যাপারে বলেন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে ৩১ হাজার নারী সেনা আছেন। তাদের মধ্যে ৪ হাজার আছেন কর্মকর্তা হিসেবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho