প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৭:৩৯ পি.এম
দাবানলে পুড়ছে সাইপ্রাস, আন্তর্জাতিক সাহায্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক।। সাইপ্রাসের এক সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এই শীত প্রধান দেশটিতে তাপদাহে বিভিন্ন স্থানে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটি।
প্রচণ্ড তাপদাহে ইতোমধ্যে বেশ কিছু জায়গায় দাবানল তৈরি হয়েছে। দেশটির লিমাজল জেলায় বাতাসের কারণে আরও ছড়িয়ে পড়ছে দাবানল। ফলে শক্তিশালী আকার ধারণ করছে।
দাবানলের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের কাছে সহযোগিতা চেয়েছে দেশটি।
দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে একটি হেলিকপ্টারসাইপ্রাস কর্তৃপক্ষ বলছে, বাতাসের গতি বাড়তে থাকায় অনেক অবকাঠামো ধ্বংস করে ফেলেছে আগুন।
দেশটির প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াডেস একে সাইপ্রাসের জনগণের জন্য কঠিন সময় অ্যাখা দিয়েছেন। দাবানলে নিয়ন্ত্রণে ইসরায়েল এবং ইতালি আগুন নেভাতে সহায়তা পাঠাচ্ছে বলে জানা গেছে। এদিকে ব্রিটেনেও বিমান পাঠাতে যাচ্ছে। শুধু সাইপ্রাসেই নয় ইউরোপসহ যুক্তরাষ্ট্র, কানাডাতেও তাপদাহের পাশাপাশি দাবানল দেখা দিয়েছে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho