
ঢাকা ব্যুরো।। আমলা বনাম মন্ত্রী বিতর্কে এবার আমলাদের পক্ষ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, রাজনৈতিক সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদেরকে। দায়িত্বাধীন জেলায় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই কাজ করছেন তারা।
তিনি আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য অর্থ সহায়তা রেখেই সরকার কঠোর লকডাউন দিয়েছে। এদিকে রাজধানীতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ অর্থ ও খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন চাপিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল।
এদিকে রাজধানীতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ অর্থ ও খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন চাপিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল।
এ সময় টিকা ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ হয়েছে এ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশে যখন কোটি কোটি টিকা দরকার তখন কয়েক লাখ টিকার ব্যবস্থা করতে পেরেছে সরকার। বর্তমানে মজুত থাকা টিকার পরিমাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেও মন্তব্য করেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পর্যাপ্ত টিকার ব্যবস্থা করার পাশাপাশি দেশেই টিকা উৎপাদনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লকডাউন সফল করতে দরিদ্র জনগোষ্ঠীর পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা ও খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho