প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ৭:০৩ এ.এম
লকডাউনে যশোরে ভ্রাম্যমাণ আদালতের ৬৮ মামলা

যশোর ব্যুরো।। লকডাউনে যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ মামলা ও ৬৮ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে বৃহস্পতিবার ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার পরিচালিত আদালতে ১৪টি মামলা ও ৬ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি মণিহার, বেজপাড়া, আরএন রোড, রেলরোড ও হুসতলা এলাকায় অভিযান চালান।
মুজিবসড়ক, আর এন রোড, চৌরাস্তা, দড়াটানা, মাইকপট্টি, জজ কোর্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা ও মাস্ক না ব্যবহার করায় ৬টি মামলা ও ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন।
একইসাথে মেহরাজ শারবীন ৮টি মামলা ও ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেন। মণিরামপুরে ৭টি মামলা ও ১৯ হাজার টাকা, কেশবপুরে ১৫ মামলা ১৩ হাজার ১শ’, অভয়নগরে ৭টি মামলা ও ১ হাজার ৭শ’, ঝিকরগাছাতে ৩টি মামলা ও ৪ হাজার ২শ’ শার্শায় ২টি মামলা ও ১২শ’ টাকা, চৌগাছাতে ১২ হাজার ৩শ’ এবং বাঘারপাড়াতে ২টি মামলা ও ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে যশোর শহরে নানা অপরাধে ৪৯টি অটোরিকসা ও ইজিবাইক জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho