
আন্তর্জাতিক ডেস্ক।। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে হত্যার পেছনে ২৬ জন কলম্বিয়ান এবং দুজন আমেরিকান যুক্ত ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস এ তথ্য জানান। খবর এনডিটিভির।
পুলিশপ্রধান বলেন, প্রেসিডেন্টকে হত্যায় অন্তত ২৮ জন জড়িত ছিল। এর মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দুজন হাইতির বংশোদ্ভূত আমেরিকান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ১৫ কলম্বিয়ান এবং দুই আমেরিকানকে গ্রেফতার করেছি। তিন কলম্বিয়ান নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এ ছাড়া আটজন পলাতক রয়েছে।
এর আগে বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে হাইতির প্রেসিডেন্টের সন্দেহভাজন চার খুনিকে হত্যার কথা জানানো হয়েছিল। তবে চার্লস এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
প্রেসিডেন্টকে হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশপ্রধান।পলাতক বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান চার্লস।
তিনি বলেন, পলাতক আট আসামিকে গ্রেফতারে আমরা আমাদের প্রচেষ্টা জোরদার করব।
বুধবার নিজ বাড়িতে ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ফার্স্টলেডি গুরুতর আহত হন। উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
৫৩ বছর বয়সি জোভেনেল মোইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho