
বিনোদন ডেস্ক।। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও। গত ৩ জুলাই তারা একটি লিখিত বিবৃতির মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। আচমকা সেই খবরে বলিউডপ্রেমীরা হয় বিস্মিত।
তবে বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন আমির-কিরণ। এমনকি তারা একসঙ্গে নতুন সিনেমার শুটিংও করছেন। ভারতের অপূর্ব সুন্দর অঞ্চল লাদাখে চলছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার চিত্রায়ণ। সেখানেই এক ফ্রেমে দেখা দিয়েছেন সদ্য আলাদা হওয়া এ দম্পতি।
শুক্রবার (৯ জুলাই) নাগা চৈতন্য তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। যেখানে আমির খান, কিরণ রাও এবং অদ্বৈত চন্দনের সঙ্গে হাসিমাখা মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিটি প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
আমির ও কিরণ বিচ্ছেদের বিবৃতিতেই বলেছিলেন, তারা আলাদা হয়ে গেলেও একসঙ্গে কাজ করবেন। সন্তান আজাদ এবং পানি ফাউন্ডেশনের জন্য মিলেমিশে কাজ করবেন। সপ্তাহ না পেরোতেই ঠিকই নিজেদের কথার প্রমাণ দিলেন তারা।
প্রসঙ্গত, ২০০১ সালে ‘লাগান’ সিনেমার সেটে আমির খান ও কিরণ রাওয়ের পরিচয়। সে সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রায় তিন বছর লিভ-ইন করেন। ২০০৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho