প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২১, ৪:৫৩ পি.এম
চাঁদপুরে বিষাক্ত জেলি মেশানো ৩৫ মণ চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরে বিষাক্ত জেলি মেশানো ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১২ জুলাই) ভোরে সদর উপজেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়িগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বাজারজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর পাড়ে কোস্টগার্ডকে দেখে জেলিযুক্ত চিংড়ি রেখে পালিয়ে যায় পাচারকারীরা। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই স্থান থেকে ৬৭ বক্সে থাকা ১৪০০ কেজি (৩৫ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
আমিরুল হক আরও বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho