বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় করোনা হাসপাতালে একদিনে ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া ব্যুরো ।।

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে  আটজনের করোনা পজেটিভ ও একজনের করোনা উপসর্গ ছিলো বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৯৯০ জনের নমুনা পরিক্ষা করে ২৯১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সোমবার দিনভর অভিযান চালিয়ে ৫৯ জনের কাছ থেকে ৩৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জেলার বিভিন্ন গুরুত্তপুর্ণ পয়েন্টে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলায় সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।

কুষ্টিয়ায় করোনা হাসপাতালে একদিনে ৯ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

কুষ্টিয়া ব্যুরো ।।

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে  আটজনের করোনা পজেটিভ ও একজনের করোনা উপসর্গ ছিলো বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৯৯০ জনের নমুনা পরিক্ষা করে ২৯১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সোমবার দিনভর অভিযান চালিয়ে ৫৯ জনের কাছ থেকে ৩৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জেলার বিভিন্ন গুরুত্তপুর্ণ পয়েন্টে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলায় সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।