
আন্তর্জাতিক ডেস্ক।।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শততম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ইসলামাবাদে সফররত চীনা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেন। বৈঠকে জিনজিয়াং প্রদেশে চীনা সরকারের নীতিতে ফের পাকিস্তানের পূর্ণ সমর্থনের পুনরাবৃত্তি করেছেন তিনি!
এদিকে, দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো চীনের বিরুদ্ধে জিনজিয়াং প্রদেশে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাচ্ছে। বলা হচ্ছে, চীন সেখানকার মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা, মূলবোধ হরণ করছে। নানা ধরনের নির্যাতন চালিয়ে জাতি হিসেবে তাদের নিশ্চিহ্ন করে দিচ্ছে।
অন্যদিকে, পাস্তিানের প্রধানমন্ত্রী ইমরান খান নিয়মিত ইসলাম ভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানালেও চীনের ব্যাপারে তিনি উল্টো কৌশল গ্রহণ করেছেন। তিনি বলেন, 'চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব দৃঢ়। যেহেতু বিশ্বাসের ওপর ভিত্তি করে আমাদের সম্পর্ক, তাই জিনজিয়াংয়ে কর্মসূচি সম্পর্কে তারা যা বলে, আমরা তা গ্রহণ করি।' তিনি একদলীয় শাসন ব্যবস্থারও প্রশংসা করে বলেন, 'সিপিসি একটি অনন্য মডেল। তারা আসলে সমস্ত পশ্চিমা গণতন্ত্রকে পরাজিত করেছে।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho