আন্তর্জাতিক ডেস্ক ।।
করোনাভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠছে ইন্দোনেশিয়া। ভাইরাসটির সংক্রমণে ক্রমাগত দেশটিতে বাড়ছে মৃত ও শনাক্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত শনাক্ত ৫০ হাজার ছাড়িয়েছে।
এর আগে গত ৭ জুলাই সেখানে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩৪ হাজার মানুষ। এরপর ধীরে ধীরে প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে। ১৩ জুলাই ইন্দোনেশিয়ায় শনাক্ত হয়েছিল প্রায় ৪৮ হাজার জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৫১৭ জন। আর প্রাণ হারিয়েছে ৯৯১ জন। এরই মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়রছে ২৬ লাখ ৭০ হাজার ৪৬ জন। প্রাণ হারিয়েছে ৬৯ হাজার ২১০ জন।
তবে গত একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৬৬৪ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯০ হাজার। আর একদিনে ১৫৭৪ জন প্রাণ হারানোর মধ্য দিয়ে মোট প্রাণ হারিয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৯৮ জনে।
ভারত ও যুক্তরাষ্ট্রে সংক্রমণ কিছুটা কম। ভারতে একদিনে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ হাজার ৮৫৪ জন আর প্রাণ হারিয়েছে ৫৮০ জন। এর মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৮৬ হাজার ছাড়ালো আর প্রাণ হারালো ৪ লাখ ১২ হাজার।
যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৫ হাজার আর প্রাণ হারিয়েছে ৩৭৪ জন। সেখানে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ৬ লাখ ২৩ হাজারের বেশি।
বিশ্বে মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ১৮ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ছড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ৪০ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho