বিনোদন ডেস্ক ।।
এক বিদেশী দম্পতির সন্তান হচ্ছিল না। সে জন্য তারা সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করতে চান। এ সময় টাকার লোভে সেই সন্তান নিজের গর্ভে ধারণের সিদ্ধান্ত নেন অবিবাহিত যুবতী কৃতি স্যানন। এ কাজে তাকে উৎসাহ দেন পঙ্কজ ত্রিপাঠি।
কিছু দিন পর কৃতির শারীরিক অবয়বে পরিবর্তন আসে। তার বেবিবাম্প চোখে পড়ে স্পষ্ট। এমনই সময়ে সন্তানের আসল বাবা-মা জানান, তারা সন্তানটি নিতে চান না! মহাবিপদে পড়েন কৃতি। এই সন্তান এখন কী করবেন তিনি? নিজের পরিবারের কাছেও বা কী পরিচয় দেবেন? এসব ভেবে তার জীবন অতিষ্ট হয়ে ওঠে।
এরকমই একটি গল্পে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘মিমি’। নির্মাণ করেছেন লক্ষ্মণ উতেকর। এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও কৃতি স্যানন। সিনেমায় দেখা যাবে, বিদেশি দম্পতি চুক্তিভঙ্গের পর কৃতিকে বিয়ে করেন পঙ্কজ।
সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। হাস্যরসে ভরা সেই ট্রেলার দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে। জানা গেছে, আগামী ৩০ জুলাই নেটফ্লিক্সে ‘মিমি’ মুক্তি পাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho