বিনোদন ডেস্ক ।।
আন্তর্জাতিক বিনোদন তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি জায়গা করে নিয়েছেন হলিউডে। এছাড়া বিভিন্ন বৈশ্বিক আয়োজনেও তার উপস্থিতি উল্লেখযোগ্য। সফল এই তারকার জন্মদিন আজ। ১৯৮২ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেছিলেন তিনি।
প্রিয়াঙ্কা তার বৈচিত্র্যপূর্ণ পথচলা নিয়ে ‘আনফিনিশড’ শীর্ষক একটি বই লিখেছেন। সেই আত্মজীবনীতে তিনি তুলে ধরেছেন তার সঙ্গে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনাও। একটি ঘটনার কথা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, সিনেমার ব্যাপারে এক পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হচ্ছিল আমার। কিছুক্ষণ কথা বলার পর পরিচালক আমাকে হেঁটে দেখাতে বলেন। আমি সেটা করলাম। তখন আমার শারীরিক গঠন নিয়ে নানান কথা বলতে থাকেন তিনি। এমনকি আমার স্তন ও নিতম্বে সার্জারি করাতেও বলেছিল। সিনেমায় স্তনের মাপ নাকি প্রয়োজনীয়।
শরীরে সার্জারি করানো ছাড়া প্রিয়াঙ্কা সিনেমায় সাফল্য পাবেন না বলে সাফ জানিয়ে দেন ওই পরিচালক। তখন অভিনেত্রীর মনে শঙ্কা দেখা দেয়, আদৌ পারবেন কিনা টিকে থাকতে এই ইন্ডাস্ট্রিতে। তবে ওই সময়টাতে পরিবারের সাপোর্ট পেয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব লাভ করেন প্রিয়াঙ্কা চোপড়া। এর দুই বছর পর ‘ঠামিজান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো ‘বাজিরাও মাস্তানি’, ‘কৃষ থ্রি’, ‘বারফি’, ‘ডন’, ‘ডন ২’, ‘কৃষ’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘ফ্যাশন’ ইত্যাদি।
অভিনয়ের জন্য তিনি পাঁচবার ফিল্মফেয়ার, ছয়বার আইফা এবং দুইবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ২০১৬ সালে তাকে ভারত সরকার ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho