আন্তর্জাতিক ডেস্ক ।।
করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাজ্যে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষ। তবে সেখানে একদিনে মৃতের সংখ্যা কিছুটা কম। একদিনে প্রাণ হারিয়েছে ২৫ জন।
এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৫৪ লাখ ৩৩ হাজার মানুষ আর প্রাণ হারালো ১ লাখ ২৮ হাজার ৭০০ জন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে ইন্দোনেশিয়াতেও। সেখানে একদিনে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৭২১ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৩ জন। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত হলো ২৮ লাখ ৭৭ হাজার ৪০০ জন আর প্রাণ হারালো ৭৩ হাজার ৫০০ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৫০০ জনে। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৪১ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীন প্রথম সংক্রমণ শুরু হয় করোনার। পরের বছর ২০২০’র ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho