Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ১৯ জুলাই ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাস্টম কমিশনার আজিজুর রহমানকে আই বিসিসিআই‘র ক্রেষ্ট প্রদান

বার্তাকন্ঠ
জুলাই ১৯, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

তানভীর মহসিন ।। বেনাপোল কাস্টম কমিশনার আজিজুর রহমান কোভিড-১৯ পরিস্থিতিতেও নিরিবিচ্ছিন্ন ভাবেআমদানি-রপ্তানি কার্যক্রম সচল রেখেছেন সফল ভাবে। রাজস্ব আদায়ে আমদানি -রফতানি ব্যবসায়ী, সি.এন্ড এফ নেতৃবৃন্দ  সার্বক্ষনিক তার সাথে থেকে ফ্রন্টলাইনার  হিসেবে সহযোগীতা করেছেন।

ফলে  বেনাপোল বেনাপোল কাস্টম হাউস রাজস্ব আদায়ে সর্বচ্চ  ৫৭% প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়।  কমিশনারের কাজের স্বীকৃতি স্বরুপ  আজ সোমবার সকালে বেনাপোল কাস্টম হাইসে এক অনুষ্ঠানে
কমিশনার আজিজুর রহমানকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন। আই বিসিসিআই এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে  বেনাপোল সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন,  ট্রান্সকম গ্রুপের  এরিয়া ম্যানেজার শেখ শাহাদাত হোসেন, এবং নিটল টাটা গ্রুপের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেইন এ সময় উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।