প্রভাষক মামুনুর রশিদ ।।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। রবিবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারছে না। তবে শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমে পাঠদান অব্যাহত রয়েছে। এই অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের এনসিটিবি কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অ্যাসাইনমেন্ট রুবিক্স সহ দেয়া হয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দেয়ার কথা জানান। শিক্ষার্থী প্রতি সপ্তাহে দুইটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা আয়োজন করা হবে। এক্ষেত্রে পরীক্ষার নম্বর এবং সময় দুটোই কমানো হবে।
অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা দেখাতে এখানে ক্লিক করুন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho