
বিনোদন ডেস্ক।। পর্নগ্রাফি বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এ ঘটনায় পুরো ভারত সরগরম। গণমাধ্যমগুলোতে উঠে আসছে শিল্পা ও তার স্বামীর নানা কর্মকাণ্ডের কথা।
পুলিশ নিশ্চিত করেছে, রাজ কুন্দ্রা ভারতের বিভিন্ন মডেল ও তরুণীকে দিয়ে পর্ন ভিডিও বানাতেন। এরপর সেগুলো ‘হটশটস’ নামের একটি অ্যাপ এবং ব্রিটেনের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতেন। এ কাজে শিল্পার সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও ধারণা অনেকের।
তবে রাজ কুন্দ্রার এই কাণ্ড নিয়ে যখন তোলপাড় বলিউড, তখন মুখে কুলুপ এঁটে বসে আছেন শিল্পা শেঠি। এমনকি শিডিউল দেওয়া শুটিংয়ে পর্যন্ত অংশ নেননি এই অভিনেত্রী। তবে এবার কিছুটা পরোক্ষভাবেই মুখ খুলেছেন শিল্পা।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে উল্লেখ রয়েছে কঠিন সময়ে বেঁচে থাকার কথা। ছবিটি মূলত একটি বইয়ের পাতা। তাতে রয়েছে রয়েছে জেমস থার্বারের একটি উক্তি। যেটির বাংলা করলে অনেকটা এমন দাঁড়ায়, ‘রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।’
এরপর সেই উক্তির ব্যাখ্যা দিয়ে শিল্পা লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে আমি বেঁচে আছি। আমি গভীর নিঃশ্বাস নিই। এর আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনো কিছুই বাধা হতে পারে না।’
শিল্পা শেঠি সরাসরি তার স্বামীর কাণ্ডে কিছু না বললেও ইনস্টাগ্রামের কথাগুলো যে এ বিষয়েই ইঙ্গিত করছে, তা বুঝতে বাকি নেই কারো। উল্লেখ্য, ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। এর আগে তারা ২০০৭ সাল থেকে প্রেম করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho