প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২১, ৭:৩৭ পি.এম
গরীবের ডাক্তার এমদাদুল হক আর নেই

ঢাকা ব্যুরো।। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবার আশা-ভরসার প্রতীক ডাক্তার এমদাদুল হক আর নেই (ইন্নালিল্লাহ......রাজেউন)। তিনি শুক্রবার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি কিছুদিন ধরে করোনায় ভুগছিলেন।
ডাক্তার এমদাদুল হক ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আজীবন সদস্য ও যশোর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি ডাক্তার হারুন আল রশিদ, মহাসচিব ডাক্তার আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ। ২৩ জুলাই ডক্টরস এসোসিয়েশন অব (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক ডাঃ মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে এ ত ডাথ্য জানানো হয়।
এদিকে, শোক বিবৃতি দিয়েছেন বিএমএ যশোরের সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডাক্তার এমএ বাসার, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীনসহ যশোর স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho