তানভীর মহসিন, বেনাপোল ।। বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার বিকেলে জরুরি সেবার অংশ হিসেবে ১১ টি ট্যাংকারে করে ১৭৩ মে: টন অক্সিজেন আমদানি হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক আ: জলিল জানান, ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে ১১ ট্যাংকারে করে ১৭৩ মে:টন অক্সিজেন আমদানি হয়। অক্সিজেনের চালানগুলো দ্রæত খালাশের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।জরুরী খালাশের জন্য ট্যাংকার গুলো বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়ছে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লিন্ডে বাংলাদেশ লি: ও পিওর বিডি লি:
ঈদের দিনও বেনাপোল বন্দর দিয়ে ১৮০ মে:টন অক্সিজেন আমদানি হয়েছে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়ে যায় দেশে।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় আজও ১৭৩ মে: টন অক্সিজেন আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। আমদানিকারকরা যাতে দ্রæত অক্সিজেন খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে ২টি টিম প্রস্তুত রাখা হয়েছে সার¦ক্ষনিক। কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অক্সিজেনের চালান গুলো তারা খালাশ নিয়েছেন।